বিনোদন ডেস্ক : বিশ্বের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ানকে বন্দুক ঠেকিয়ে জিম্মি করে মুখোশ পরা দুই অস্ত্রধারী।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) ফ্রান্সের রাজধানী প্যারিসে এ ঘটনা ঘটে। পুলিশের পোশাক এবং মুখোশ পরে দুজন অস্ত্রধারী তাকে হোটেল কক্ষে জিম্মি করে বলে জানা গেছে। তবে এখন তিনি মুক্ত। প্যারিস পুলিশের ধারণা, ডাকাতির জন্য তাকে জিম্মি করা হয়।
মার্কিন নাগরিক কিম কার্দাশিয়ানের মুখপাত্র ইনা ট্রেসিয়োকাসের এক বিবৃতির বরাত দিয়ে সিএনএন এক খবরে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘কার্দাশিয়ান মর্মাহত কিন্তু শারীরিকভাবে অক্ষত আছেন।’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মিডোস ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করছিলেন কার্দাশিয়ানের স্বামী কেনি ওয়েস্ট। কার্দাশিয়ানের পরিস্থিতির খবর পেয়ে অনুষ্ঠানের মাঝপথে মঞ্চ ত্যাগ করেন কেনি ওয়েস্ট। তবে তখন শ্রোতাদের ঘটনার কথা জানাননি তিনি। পারিবারিক কারণ দেখিয়ে তিনি অনুষ্ঠান শেষ না করেই চলে আসেন। এ নিয়ে দর্শক-শ্রোতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
কার্দাশিয়ানকে ঘিরে একটি ডাকাতির ঘটনার কথা নিশ্চিত করেছে প্যারিস পুলিশ। তারা জানিয়েছে, তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে বর্তমানে প্যারিসে অবস্থান করছেন ৩৫ বছর বয়সি মার্কিন রিয়েলিটি তারকা কার্দাশিয়ান। সঙ্গে আছেন তার মা ক্রিস জিনার এবং বোন কিন্দাল জিনার। শিগগির তারা প্যারিস ত্যাগ করবেন।