আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রধানমন্ত্রী বার্নাড কাজেন্যুভকে বলেছেন, প্যারিস হামলার পর আরোপিত জরুরি অবস্থার মেয়াদ আগামী বছরের পার্লামেন্ট, প্রেসিডেন্ট নির্বাচন ও ১৪ জুলাইয়ের বাস্তিল দিবস পর্যন্ত বাড়ানো হবে।
জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির জন্য পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী চেষ্টা করে যাবেন।
ধারণা করা হচ্ছে, তার এই মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পার্লামেন্ট আগামী মঙ্গলবার অনুমোদন করবে।
এটি হবে পঞ্চম জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি। এটি জারি করা হয় গত বছর ১৩ নভেম্বরের হামলার পর। সেই হামলাটি চালানো হয়েছিল একটি কনসার্ট হলে। হামলায় নিহত হয় ৯০ জন। সে সময় হামলার দায়িত্ব স্বীকার করেছিল আইএস।
জরুরি অবস্থা জারির সময় তৎকালীন প্রধানমন্ত্রী মানুয়েল ভ্যালস পুলিশকে অতিরিক্ত ক্ষমতা দেন। যে কোনো সময় যে কাউকে তল্লাশি করার ক্ষমতা তাদের দেওয়া হয়। যে কাউকে গৃহবন্দি করেও রাখতে পারে তারা।
শনিবার নতুন প্রধানমন্ত্রী বার্নাড কাজেন্যুভকে বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা খুবই প্রয়োজন। তারা সমাবেশের আয়োজন করতে পারে। সেই সময় হামলা চালানো হতে পারে ওই সমাবেশে।
তবে নিন্দুকেরা জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির প্রস্তাবের সমালোচনা করেছেন। মানবাধিকার কর্মীরা বলছেন, জরুরি অবস্থা জারির খুব একটি প্রয়োজন নেই।
জরুরি অবস্থা জারির পর থেকে তিন শতাধিক বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। আটক করা হয়েছে চার শতাধিক মানুষকে।