প্রকল্প প্রস্তাবের পূর্বে অবশ্যই এর উপযোগিতা যাচাই করতে হবে

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রকল্প প্রস্তাবের পূর্বে অবশ্যই এর উপযোগিতা যাচাই করতে হবে, কত মানুষ এর সুবিধা ভোগ করবে এবং আমাদের দেশের প্রেক্ষাপটে এর কার্যকারিতা যাচাই করে নিতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি অডিটরিয়ামে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আয়োজিত প্রভাব মূল্যায়ন সমীক্ষা প্রতিবেদনের ওপর কর্মশালায় তিনি এ কথা বলেছেন।

২২টি সমাপ্ত প্রকল্প নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। পরিকল্পনামন্ত্রী এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান এবং প্রায়ই এ ধরনের আয়োজনের বিষয়ে তাগিদ প্রদান করেন।

মুস্তফা কামাল কর্মশালার অন্যতম প্রকল্প ডেমু ট্রেন প্রকল্প নিয়ে বলেন, এ প্রকল্পের বেশ গুরুত্ব থাকা সত্ত্বেও কিছু সমস্যা অনস্বীকার্য। তাই দরকার ছিল প্রকল্প প্রস্তাবের পূর্বেই এই সমস্যাগুলো পর্যালোচনা করা।

আইসিটি প্রকল্প নিয়ে তিনি বলেন, বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই আইসিটি-নির্ভর, তাই আমাদের এ বিষয়ের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। মানুষের ঘরে ঘরে প্রযুক্তির সেবা পৌঁছে দিতে হবে। সবকিছু আরো সহজতর করতে হবে। এই খাতে ইতিমধ্যে আমরা অনেক সফলতা অর্জন করেছি। তারপরেও আমাদের আরো অনেক কাজ বাকি। এক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করে আমাদের এগিয়ে যেতে হবে।

পরিকল্পনামন্ত্রী কর্মশালায় উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, আপনাদের দায়িত্ব আপনাদের ইবাদত। তাই যার যার দায়িত্বে নিষ্ঠাবান হবেন। আপনারা জনগণের সেবা করছেন, দেশের সেবা করছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা অবশ্যই সৌভাগ্যবান, তাই আপনারা মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন। তাই আপনার নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণ সাধন করবেন।

তিনি আরো বলেন, আপনাদের চেষ্টায় দেশ অনেক এগিয়ে গেছে। সবজি উৎপাদনে দেশ সারা বিশ্বে তৃতীয়, মাছ ও ছাগল উৎপাদনে চতুর্থ। আমাদের জিডিপি, মাথাপিছু আয়, বৈদেশিক আয় ও বৈদিশেক বাণিজ্য অনেক বৃদ্ধি পেয়েছে। গত ৯ বছরে কোনো ক্ষেত্রে দ্বিগুণ-তিনগুণ বেশি বৃদ্ধি পেয়েছে। এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে তিনি ‘দ্যা ইকোনমিস্ট’ পত্রিকায় সম্প্রতি প্রকাশিত বাংলাদেশের এডিপি পাকিস্তানের চেয়ে বেশি- এ বিষয়টি উত্থাপন করেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সময় তিনি পেয়েছিলেন ভঙ্গুর আর বিধ্বস্ত একটি দেশ। এখন আমাদের সুবর্ণ সময় এবং গৌরবের সময়। বঙ্গবন্ধু যে সোনালি দিগন্তের রূপরেখা দিয়ে গিয়েছিলেন তা অবশ্যই আমরা দেখতে পারব।