
বিনোদন ডেস্ক : নানা কারণে শুরু থেকেই আলোচনায় সালমান খান অভিনীত টিউবলাইট। এ ছাড়া কয়েকদিন ধরে একের পর এক সিনেমাটির পোস্টার প্রকাশ করে আসছিলেন নির্মাতারা। এবার প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার।
গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে টিজারটি। ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে সিনেমাটির গল্প তুলে ধরেছেন পরিচালক কবির খান। এতে সম্পূর্ণ ভিন্নরূপে হাজির হয়েছেন সালমান। টিজারের প্রায় পুরোটাজুড়েই রয়েছেন এ অভিনেতা। টিউবলাইট সিনেমায় লক্ষ্মণ নামের এক সহজ সরল ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। যে বিশ্বাস করে, বিশ্বাস হচ্ছে- টিউবলাইটের মতো। এটি জ্বলতে সময় নেয় কিন্তু একবার জ্বললে তা চারপাশের সবকিছু আলোকিত করে।
সালমান ছাড়াও টিউবলাইট-এ অভিনয় করেছেন সোহেল খান, চীনা অভিনেত্রী ঝু ঝু ও শিশুশিল্পী মার্টিন রে তাঙ্গু। তাদেরও টিজারে দেখা গেছে। এ ছাড়া সিনেমায় অতিথি চরিত্রে রয়েছেন শাহরুখ খান। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৩ জুন মুক্তি পাবে সিনেমাটি।
দেখুন : টিউবলাইট সিনেমার টিজার