প্রকাশ্যে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পোশাক কারখানার তিন কর্মকর্তা আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের জুবলি রোড এলাকায় প্রকাশ্যে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পোশাক কারখানার তিন কর্মকর্তা আহত হয়েছেন।

জুবলী রোডের ন্যাশনাল ব্যাংক থেকে ১২ লাখ টাকা উত্তোলন করে টাকার ব্যাগ নিয়ে ব্যাংকের সামনে রাখা গাড়িতে উঠার সময় তারা আক্রান্ত হন। আহতরা হলেন- নগরীর রিজেন্ট টেক্সটাইলের অ্যাসিস্টেন্ট ম্যানেজার আবু ফাত্তাহ, সিনিয়র এক্সিকিউটিভ সাগর বড়ুয়া ও উজ্জল দেবনাথ।

কোতোয়ালি থানার এসআই মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে রাইজিংবিডিকে বলেন, দুপুর ২টার দিকে জুবলী রোডের ন্যাশনাল ব্যাংক থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন রিজেন্ট টেক্সটাইলের তিন কর্মকর্তা। টাকা একটি ব্যাগে ভর্তি করে ব্যাংকের নিচে রাখা গাড়িতে উঠার সময় চার/পাঁচজন ছিনতাইকারী তাদের ঘিরে ধরেন। এই সময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ টানাটানি করে ছিনিয়ে নিতে না পেরে তিন কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আহত তিনজনকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।