প্রকৌশলী হত্যায় গৃহকর্মীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক : সাড়ে পাঁচ বছর আগে সড়ক ও জনপথ বিভাগের প্রাক্তন অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম রহমান হত্যা মামলায় গৃহকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গৃহকর্মীর সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর ইসলামের চাচাতো ভাই যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত লাভলু রহমান। রায় ঘোষণার সময় নূর ইসলাম কাঠগড়ায় উপস্থিত ছিলেন। লাভলু রহমান পলাতক।

২০১১ সালের ১১ মে কলাবাগানের লেক সার্কাস এলাকার বাসা থেকে গোলাম রহমানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় তার স্ত্রী প্রাক্তন নারী সংসদ সদস্য শাহানা রহমান বাড়ির গৃহকর্মী নূর ইসলামসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কলাবাগান থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গোলাম রহমানের স্ত্রী দুই মেয়েকে নিয়ে ঝিনাইদহে গ্রামের বাড়িতে যান। সে সময় বাসায় ছিলেন গোলাম রহমান ও নূর ইসলাম।

ঘটনার দিন রাতে গোলাম রহমানের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন নূর ইসলাম। গৃহকর্তা ঘুমিয়ে পড়লে লাভলুকে তিনি বাড়িতে ঢোকান। তারা ৭০ ভরি সোনার গয়না ও ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় গোলাম রহমান জেগে উঠলে হাত-পা বেঁধে মাথায় আঘাত করে তাকে হত্যা করেন নূর ইসলাম ও লাভলু রহমান।