আন্তর্জাতিক ডেস্ক : প্রখ্যাত ব্রিটিশ সঙ্গীত শিল্পী জর্জ মাইকেল আর নেই। ৫৩ বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে নিজ বাসায় মারা গেছেন তিনি। রোববার এক বিবৃতিতে মাইকেলের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, গ্রিনিচ মান সময় দুপুর ১টা ৪২ মিনিটে জর্জ মাইকেলের বাসভবনে অ্যাম্বুলেন্স যায়। পুলিশ বলেছে, এই মৃত্যুকে ঘিরে তারা সন্দেহজনক কোনো কিছু পায়নি।
বিবৃতিতে মাইকেলের মুখপাত্র বলেছেন, গভীর দুঃখের সঙ্গে আমাদের স্নেহের সন্তান, ভাই ও বন্ধু বড়দিনের এই সময়ে তার বাসভবনে শান্তিপূর্ণভাবে ইহলোক ত্যাগ করেছেন। এই বিপর্যয়কর ও আবেগি সময়ে পরিবারের পক্ষ থেকে তাদের ব্যক্তিগত বিষয়ের প্রতি সম্মান জানানোর আহ্বান জানানো হয়েছে।’
১৯৮১ সালে জর্জ মাইকেল ও আরেক সংগীতশিল্পী অ্যান্ড্রু রিজলি গড়ে তুলেছিলেন ব্যন্ড ‘হোয়াম!’। এই ব্যান্ডের প্রায় ২৫০ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল বিশ্বব্যাপী।
১৯৮৬ সালে হোয়াম ভেঙে যাওয়ার পর একক ক্যারিয়ার গড়ে তোলেন জর্জ মাইকেল। ‘কেয়ারলেস হুইসপার’খ্যাত এই সঙ্গীত শিল্পী ও গীতিকারের অ্যালবামের ১০০ মিলিয়নের বেশি কপি সারাবিশ্বে বিক্রি হয়েছে।