এক জন উদ্যোক্তার মৌলিক অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিনা চৌধুরী চেয়ারম্যান নাবিহা এক্সপ্রেস।
গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ দীদার বখ্ত সাবেক প্রতিমন্ত্রী তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রণালয়, প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক , প্রতিষ্ঠাতা উপাচার্য এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, লায়ন মির্জা মাসুদুর রহমান , আহব্বায়ক, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাঙলাদেশ (নাসিব) সংস্কার কমিটি, মোস্তাফির রহমান সাবেক উপাচার্য কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি ,ত্রিশাল,কবি মনিরুল ইসলাম , প্রতিষ্ঠাতা চেয়ারম্যাস উইজ্ডম স্কুল অ্যান্ড কলেজ এটিএম ফারুক আহম্মেদ ,পুলিশ সুপার ,কবি ও কথা সাহিত্যিক, হিলারিউস কস্তা প্রধান নির্বাহী কর্মকর্তা গ্লোবাল ভিলেজ একাডেম, একেএম আবু হানিফ হৃদয় , চেয়ারম্যান ,শিশু ও পরিবেশ উন্নয়ন সংস্থা, সম্পাদক ও প্রকাশক ডেইলী বাংলা চোখ, কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ, চেয়ারম্যান ভিন্নমাত্রা রিচার্স সেন্টার, এড. শাহিদা রহমান রিংকু ,আইনজীবি, সমাজসেবক
প্রজাপতি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে প্রজাপতি ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন আগামী দিন হবে লিঙ্গ বৈষম্য মুক্ত বাংলাদেশ । প্রজাপতি ফাউন্ডেশন তৈরি করছেন এমনি উদ্যোক্তা যার দরুণ এক জন নারীকে স্বেচ্ছায় দিবে তার প্রাপ্য স্থান এই সম্প্রদায়।প্রজাপতি ফাউন্ডেশনের মহাসচিব শাহিদা পারভীন রত্না ও সাংগঠিনিক সম্পাদক সুষমা সঞ্চালনায় অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, তাজ ফারজানা আফরোজা সহ-সভাপতি ওয়েলফেয়ার পরিষদ।
মির্জা নিলুফার জাহন। লিমিয়া সরকার সিমি ,মাহমুদা খাতুন শিখা,শিক্ষক, ঢাকা বয়েজ এন্ড র্গালস কলেজ, শাহনাজ পলি সাংবাদিক, দৈনিক দেশ রুপান্তর,রাণী, নারী উদ্যোক্তা,খালেদা আক্তার রত্না , চেয়ারম্যান ফেসটিভিটি ফেস্ট, মিসেস ময়না, চেয়ারম্যান, মৌ-ফ্যাশন,রুখসানা,রন্ধন শিল্পী,সুমাইয়া আশা-নারী উদ্যাক্তা, মো: মফিদুল ইসলাম সরকার এবং ছালেহা বেগম ভাষাসৈনিককে মরণোত্তর সম্মাননা 2025 দেওয়া হয়েছে।


