প্রতারণার অভিযোগে ঢাকায় নাইজেরিয়ানসহ আটক ৭

আটক

নিজস্ব প্রতিবেদক : সোমবার সকালে সিআইডির এএসপি মিডিয়া শারমীন জাহান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রতারণার অভিযোগে ওই সাতজনকে আটক করা হয়েছে। তবে কখন, কোথা থেকে তাদের আটক করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। প্রতারণার অভিযোগে ঢাকায় পাঁচ নাইজেরিয়ান ফুটবলার ও দুই বাংলাদেশিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এ বিষয়ে সিআইডির মিডিয়া সেন্টারে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে শারমীন জাহান জানান।