প্রতারণা মামলায় জামিন পাননি টলিউড অভিনেতা হিরণ

বিনোদন ডেস্ক : প্রতারণা মামলায় জামিন পাননি টলিউড অভিনেতা হিরণ চ্যাটার্জি। গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আগাম জামিনের আবেদন করতে পশ্চিমবঙ্গের কল্যাণী মহকুমা আদালতে গিয়েছিলেন তিনি। আদালত তাতে সাড়া না দিয়ে পুনরায় আবেদন করতে বলেছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, নাসিরুদ্দিন মণ্ডল নামের এক ব্যক্তি হিরণের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেছিলেন। হিরণের একটি নির্মাণ সংস্থা রয়েছে। দক্ষিণ দিনাজপুরে একটি কাজ পেয়েছিল সংস্থাটি। পুরো কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল নাসিরুদ্দিন মণ্ডলকে। কিন্তু কাজ শেষ করার পরও প্রাপ্য সাড়ে পাঁচ লাখ টাকা দেননি হিরণ।

তবে তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছেন হিরণ। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। আমি সব পাওনা মিটিয়ে দিয়েছি।’

আগামী ২৭ ফেব্রুয়ারি এ বিষয়ে মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত।