প্রতিটি উপজেলায় আয়কর মেলা আয়োজনের আহ্বান

অর্থনৈতিক প্রতিবেদক : প্রান্তিক পর্যায়ে আয়করের ধারণা পৌঁছে দিতে দেশের প্রতিটি উপজেলায় আয়কর মেলা আয়োজনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

রোববার সন্ধ্যায় আয়কর মেলা পরিদর্শন ও পরামর্শ প্রদান উপলক্ষে এক আলোচনায় তিনি এ আহ্বান জানান।

এইচ টি ইমাম বলেন, করের সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। করের সংস্কৃতি নিয়ে যে ভীতি ছিল, তা দূর হয়েছে বলেই আয়কর মেলা আজ করদাতাদের পদচারণায় মুখরিত। অফিসার্স ক্লাবের করমেলা এবং আগারগাঁওয়ের এনবিআর ভবনের করমেলায় পার্থক্য রয়েছে। ব্যাপক পরিবর্তন এসেছে।

এ সময় এনবিআরকে উদ্দেশ্য করে তিনি বলেন, সব জায়গাতেই ভ্যাট ধার্য করা উচিত কিনা সেটা ভেবে দেখা উচিত। যে সেবাদাতারা ভ্যাট নিচ্ছে, তা সরকারি কোষাগারে আসছে কিনা সেটি ভেবে দেখা উচিত।

আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, এনবিআর সদস্য (ভ্যাট নীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আবদুর রাজ্জাকসহ জাতীয় রাজস্ব বোর্ডের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

মেলার ৬ষ্ঠ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা কর শিক্ষণ ফোরামে আয়কর বিষয়ে ধারণা নিতে মেলায় আসেন। শিক্ষার্থীরা মেলা পরিদর্শন ও আয়কর সংক্রান্ত একটি সংক্ষিপ্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এবারের আয়কর মেলা রাজধানীর আগারগাঁয়ে জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত হচ্ছে। মেলার পরিধি গত বছরের মেলার চেয়ে কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। ১০৯টি বুথসহ সকল সুবিধা দিয়ে প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার উন্মুক্ত। রয়েছে করদাতাদের আসার সুবিধার জন্য বিনা ভাড়ায় ৮টি সাটল বাসে যাতায়াতের সুবিধা।