
গোপালগঞ্জ প্রতিনিধি : ঢাকা থেকে প্রকাশিত প্রতিদিনের সংবাদের কক্সবাজার জেলার রামু উপজেলা প্রতিনিধি দিদারুল আলম জিসানের উপর হামলাকারী ও হত্যা প্রচেষ্টাকারীদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবীতে গোপালগঞ্জে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকাল ৪টায় গোপালগঞ্জ-সিলনা সড়কের রঘুনাথপুরে এ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিদিনের সংবাদের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি দুলাল বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কবি ও সিনিয়র সাংবাদিক এবং সুজনের জেলা সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রঘুনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি বিশ^াস,
গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কমলেশ বিশ^াস, সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সাধারন সম্পাদক রমেন্দ্র নাথ সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ কুমার সরকার, রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি গোপাল চন্দ্র বাইন, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের কেন্দ্রিয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম শিমুল খান, দেশ বাংলা নিউজ ডটকম পত্রিকার
প্রকাশক কাজী মাহমুদ, সম্পাদক হেমন্ত বিশ^াস, নির্বাহী সম্পাদক মনির মোল্লা, সহকারী শিক্ষক রবীন্দ্র নাথ দাস, ইউপি সদস্য নিত্যানন্দ বিশ^াস, স্থানীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক অসীম বিশ^াস, উদিচীর প্রচার সম্পাদক মিন্টু সরকার ভোলা, ইয়াং ওমেন খ্রিষ্টান এ্যাসোসিয়েশনের মাঠ কর্মী ডেইজি শিকদার, মালা বিশ^াস, মানবাধিকার কর্মী ধীমান বালা প্রমুখ।