সচিবালয় প্রতিবেদক : পরোক্ষ নির্বাচনে জন প্রতিনিধিদের ভোটে জেলা পরিষদ গঠন করা হবে- এমন বিধান রেখে জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৬ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সংশোধিত আইনে বলা হয়েছে, জেলা পরিষদ নির্বাচন সরাসরি হবে না। জন প্রতিনিধিদের ভোটে এই নির্বাচন হবে। জনপ্রতিনিধি বলতে যদি সিটি কর্পোরেশন থাকে তাহলে সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যানসহ ২১ সদস্যের প্রতিনিধি নির্বাচন করবেন। যদি সিটি কর্পোরেশন না থাকে তাহলে জেলা পর্যায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কাউন্সিলররা ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যানসহ ২১ সদস্যের প্রতিনিধি নির্বাচন করবেন।’
সচিব বলেন, ‘সংশোধিত আইনে যে ২১ সদস্যের জেলা পরিষদের কথা বলা হয়েছে তাতে একজন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর থেকে ৫ জন সদস্য ও সাধারণ কাউন্সিলর থেকে ১৫ জন সদস্য নির্বাচিত হবেন।’
তিনি বলেন, ‘সংশোধিত আইনে জেলা পরিষদের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যানের উপর ন্যাস্ত করা হয়েছে। তার অনুপস্থিতিতে নির্বাচিত জেলা পরিষদ সদস্যদের যে কেউ কিংবা সরকারি প্রতিনিধি দায়িত্ব পালন করবেন। জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থীকে অনধিক ৫০ হাজার টাকা জারিমানা ও অনধিক ৬ মাসের কারাদণ্ড অথবা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে। জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের যে কেউ ফৌজদারি মামলার আসামি হলে কিংবা গ্রেপ্তার হলে কিংবা তার বিরুদ্ধে চার্জশিট হলে তাকে বরখাস্ত করা যাবে।’