
নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের উপশহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্থানীয় যুবলীগের এক কর্মী খুন হয়েছেন।
রোববার বিকেলে উপশহর ইউনিয়ন পরিষদের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত কাজল (৩৫) উপশহর এলাকার মৃত আশরাফ আলী আশার ছেলে।
এই হত্যার প্রতিবাদে উপশহর যুবলীগ শহরে লাশ নিয়ে মিছিল করেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহত কাজলের ভাই বাবুল জানান, বিকেলে উপশহরের ডি-ব্লকের গালর্স স্কুলের সামনে থেকে মোটরসাইকেলে করে কাজল বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে ছিলেন ট্রাক স্ট্যান্ড বস্তির আওয়ালের ছেলে কসাই ইকবাল ও বিল্লাল। ইকবাল মোটরসাইকেল চালাচ্ছিলেন। আর বিল্লাল ও কাজল পেছনে বসে ছিলেন। গালর্স স্কুলের সামনে থেকে তারা উপশহর ইউনিয়ন পরিষদের সামনে আসার পর একটি লাল রঙের মোটরসাইকেলে সশস্ত্র তিন সন্ত্রাসী এসে কাজলসহ তিনজনকে সামনে থেকে ব্যারিকেড দেন। এরপর কোনো কিছু বুঝে উঠার আগেই কাজলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় কাজলকে ফেলে পালিয়ে যান তার দুই সহযোগী ইকবাল ও বিল্লাল। পরে স্থানীয়রা কাজলকে হাসপাতালে নিয়ে যান।
জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার আব্দুর রশিদ জানান, কাজলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কাজলের ভাই বাবুল বলেন, কাজল ঠিকাদারি করত। কারো সঙ্গে তার বিরোধ ছিল না। সে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আগে চাকলাদার গ্রুপ করত। বর্তমানে এমপি কাজী নাবিল আহম্মেদের গ্রুপ করায় তাকে চাকলাদার গ্রুপের সন্ত্রাসী টমাস, রনি ও মামুন ছুরিকাঘাতে খুন করেছেন।
নিহত কাজলের সহযোগী ইকবাল ও বিল্লাল একই দাবি করেছেন।
তারা বলেন, টমাস, রনি ও মামুন একটি লাল রঙের ডিসকভার মোটরসাইকেলে এসে কাজলকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ সময় উপশহর ইউনিয়ন পরিষদের চৌকিদার বাদল, জাভেদসহ অনেকে হত্যাকাণ্ড দেখলেও কেউ এগিয়ে আসেননি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার জানান, পূর্ব-শত্রুতার জের ধরে কাজল নামের এক যুবক খুন হয়েছেন। হত্যার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহিম জানান, হত্যার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।