পিলখানা হত্যাকাণ্ডের দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার পর সেই লোমহর্ষকের পেছনের ঘটনা সামনে এলো স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে। তাদের প্রতিবেদনে উঠে এসেছে স্পর্শকাতর অনেক অজানা তথ্য। কারা ছিলেন এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা, কারা ঘটনা জানতেন অথচ কিছুই করলেন না, আর কেনই বা সত্য চাপা পড়ে ছিল-বিশদ বিবরণ উঠে এসেছে প্রধান উপদেষ্টার কাছে রোববার জমা দেওয়া ৪০০ পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদনে।
এই তদন্ত প্রতিবেদনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক এমপি ও সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের প্রভাবশালী রাজনৈতিক নেতা, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, বিডিআর, এমনকি তৎকালীন মিডিয়ার কয়েকজনসহ প্রভাবশালী অর্ধশতাধিক ব্যক্তির নাম উঠে এসেছে তদন্তে। নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রমতে, একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে, যখন রাজনৈতিক সিদ্ধান্ত, প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং গোয়েন্দা ব্যর্থতার জাল একে অপরকে শক্তভাবে জড়িয়ে ধরে। এই জালের কেন্দ্রবিন্দুতে কারা ছিলেন-সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কমিশন স্পষ্ট করে অর্ধশতাধিক ব্যক্তিকে অভিযুক্ত ঘোষণা করেছে।
প্রতিবেদনে রাজনৈতিক অভিযুক্তদের তালিকার শীর্ষে রয়েছেন শেখ হাসিনা ও ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, মোহাম্মদ কামরুল ইসলাম, ওয়ারেসাত হোসেন বেলাল, মাহবুব আরা গিনি, প্রয়াত মতিয়া চৌধুরী, আসাদুজ্জামান নূর, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকি (অব.), তার স্ত্রী শাহীন সিদ্দিক, লে. কর্নেল ফারুক খান (অব.), মেহের আফরোজ চুমকি, তোরাব আলীর ছেলে লেদার লিটন ও মেজর খন্দকার আব্দুল হাফিজসহ (অব.) আরও কয়েকজন।
প্রতিবেদনে বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নামও এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন-সাবেক সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদ, সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দীন আহম্মেদ, সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এসএম জিয়াউর রহমান, লে. জেনারেল সিনা ইবনে জামালী, জেনারেল আজিজ আহমেদ, লে. জেনারেল মো. মইনুল ইসলাম, লে. ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাকিম আজিজ, ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুল আলম চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা, ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব সারোয়ার। এছাড়া অন্তত তিনজন সাংবাদিকের নাম উঠে এসেছে এই তদন্ত প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই হত্যাযজ্ঞে সরাসরি শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। তিনি দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকার লক্ষ্যে এবং ভারতীয় স্বার্থ রক্ষায় এই হত্যাযজ্ঞে সায় দিয়েছিলেন। ফজলে নূর তাপসের বিরুদ্ধে অভিযোগ, তিনি এই হত্যাযজ্ঞের প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছেন। বিদ্রোহীদের সঙ্গে তিনি একাধিক বৈঠক করেছেন।
এছাড়া জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজমের বিরুদ্ধে উল্লেখ করা হয়েছে, তারা সাদা পতাকা নিয়ে ভেতরে গেছেন, বেরিয়ে এসেছেন, তারা বাইরে এসে সত্য চেপে গেছেন। পিলখানার ভেতরে অ্যাম্বুলেন্স পাঠিয়ে হত্যাকারীদের পালাতে সহায়তা করেছেন। লাশ গুম, লুটপাট, প্রহসনমূলক অস্ত্র সমর্পণে সহায়তাসহ ১৩টি অভিযোগ আনা হয়েছে তারা দুজনের বিরুদ্ধে। তারা বিডিআর ডিজিসহ অন্য কর্মকর্তাদের লাশ দেখে এলেও বাইরে তা প্রকাশ করেননি, এমন অভিযোগও আনা হয়েছে প্রতিবেদনে। সাবেক প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, প্রহসনমূলক অস্ত্র সমর্পণের মাধ্যমে অপরাধ সংঘটনের সুযোগ করে দেওয়া।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের দুই সাবেক এমপি ওয়ারেসাত হোসেন বেলাল (কর্নেল তাহেরের ভাই) ও মাহবুব আরা গিনির ২৫ ফেব্রুয়ারি বিডিআর সদস্যদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ৪ নম্বর গেটে যান। পরে তারা পিলখানার ভেতরে যান। হত্যাকারীদের সঙ্গে বৈঠকের নামে ওইদিন বিকালে (২৫ ফেব্রুয়ারি) তারা সামরিক অভিযান বাধাগ্রস্ত করেছেন।
শেখ সেলিমের (শেখ ফজলুল করিম সেলিম) বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিডিআরের বিদ্রোহী একটি গ্রুপ ১৩ ফেব্রুয়ারি তার (শেখ সেলিম) সঙ্গে একটি বৈঠক করে। সেই বৈঠকে বিডিআর সদস্যদের শেখ সেলিম পরামর্শ দেন বিডিআর অফিসারদের জিম্মি করার। সাবেক এমপি আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় বাধাগ্রস্তের অভিযোগ আনা হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমেদ সোহেল তাজের বিষয়ে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ আনা হয়।
শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি সেনা অভিযান চালানোর বিপক্ষে অবস্থান নিয়ে অফিসারদের হত্যার সুযোগ করে দিয়েছেন। র্যাব যখন পিলখানায় প্রবেশ করতে চায় তখন তিনি তাদের বাধা দেন। মতিয়া চৌধুরী, মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগ নেতা তোরাব আলী ষড়যন্ত্র বাস্তবায়নে সহযোগিতা করেছেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। তোরাব আলীর ছেলে লেদার লিটন হত্যাকারীদের সঙ্গে সহায়তা, মিছিল নিয়ে পিলখানায় প্রবেশ এবং হত্যাকারীদের অনেককেই সঙ্গে নিয়ে এসে পালাতে সহযোগিতা করে বলে অভিযোগ করা হয় প্রতিবেদনে।
বিডিআর হত্যাকাণ্ডের পরপরই বাহিনীটির ডিজি হিসাবে দায়িত্ব নেন লে. জেনারেল মইনুল। তার সময়ে অস্বাভাবিকভাবে বিডিআর সদস্যদের মৃত্যু হয়েছে। ব্যারিস্টার তাপস হত্যাচেষ্টার ভুয়া মামলায় তিনি অফিসারদের ডিজিএফআইর হাতে তুলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। লে. জেনারেল হাসান সারওয়ার্দীর বিরুদ্ধে অভিযোগ পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাস্থলে তিনি গিয়েছিলেন। তবে বিদ্রোহের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে আওয়ামী লীগের সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করে সামরিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাকিম আজিজের বিরুদ্ধে চেইন অব কমান্ড ভাঙাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। সামরিক অভিযান না করে ৪৬ ব্রিগেডকে নিয়ে পিছু হটে আসার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামসুল আলম চৌধুরী ৪৪ রাইফেলসের অধিনায়ক ছিলেন। তিনি ষড়যন্ত্রের সবকিছু জানতেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
তিনিই শেখ সেলিমের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন বিডিআরের বিদ্রোহীদের। ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হোসেন ব্যারিস্টার তাপস হত্যাচেষ্টা মামলায় অফিসারদের ফাঁসানোর নেপথ্যে তার সক্রিয়তার কথা উল্লেখ করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব সারোয়ারের বিরুদ্ধেও তাপস হত্যাচেষ্টা মামলায় সেনা কর্মকর্তাদের ফাঁসানোর অভিযোগ আনা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিদ্রোহ শুরুর পরপরই ডিজি বিডিআর মেজর জেনারেল শাকিল আহমেদ শেখ হাসিনাকে ফোন করে উদ্ধার অভিযানের অনুমতি চেয়েছিলেন। তিনি পরিস্থিতি জানার পরে সৈন্য পাঠানোর ইঙ্গিত দিলেও দ্রুত কোনো পদক্ষেপ নেননি। এই বিলম্ব বিদ্রোহীদের সাহস বাড়িয়েছে এবং ভেতরের অফিসাররা প্রতিরোধের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। তদন্ত প্রতিবেদনে ২০০৯ সালে গঠিত সেনা তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটির প্রধানদের দায়হীন তদন্তের বিষয়েও বলা হয়েছে। এছাড়া গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
স্বাধীন তদন্ত কমিশন-সংশ্লিষ্ট একটি সূত্র যুগান্তরকে জানিয়েছে, উল্লেখিত নামের বাইরেও অনেক নাম তদন্ত প্রতিবেদনে রয়েছে। সংগত কারণে সেসব নাম এখনই সামনে আসছে না। তবে প্রধান উপদেষ্টার কাছে দাখিল করা তদন্ত প্রতিবেদনটি পাবলিক (উন্মুক্ত) করলে সবার বিষয়ে দেশের মানুষ জানতে পারবে।
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনটি বেশ বড়। এটি এখনো পুরোপুরি পড়া সম্ভব হয়নি। মন্ত্রণালয় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। প্রতিবেদনে যেসব সুপারিশ করা হয়েছে, তা পড়ার পর অবশ্যই বাস্তবায়ন করা হবে। প্রতিবেদনে ভারতের সম্পৃক্ততার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো প্রতিবেদন না পড়ে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুনঃতদন্তের দাবি ওঠায় গত ২৪ ডিসেম্বর সরকার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে।


