আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, প্রতিবেশী পাকিস্তানের মদদ না পেলে তালেবানরা এক মাসও টিকতে পারত না। কাবুলকে আর্থিক সহযোগিতা দেয়ার পরিবর্তে পাকিস্তান তাদের নিজেদের মাটিতে সন্ত্রাসী এই গোষ্ঠীটিকে প্রশ্রয় দিচ্ছে।
রোববার ভারতের অমৃতসরে ‘হার্ট অব এশিয়া সম্মেলনে’ তিনি এ কথা বলেছেন।
২০১৪ সালে আশরাফ ঘানি ক্ষমতায় আসার পর থেকে তালেবানের বিরুদ্ধে হামলা জোরদার করেছেন। তবে তালেবানরাও সম্প্রতি তাদের সামর্থ্য বৃদ্ধি করতে সক্ষম হয়েছে এবং দেশটির একটি প্রদেশের অধিকাংশ জায়গা দখল করে রেখেছে। ঘানি তালেবানদের এ সামর্থ্য বৃদ্ধির পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছেন। পাকিস্তান অবশ্য রোববার সম্মেলনে বলেছে, আরেক দেশকে দোষ দিয়ে লাভ নেই। আফগানিস্তানকেই তাদের সমস্যা সমাধান করতে হবে।
আফগান প্রেসিডেন্ট বলেন, ‘ এটা অগ্রহণযোগ্য যে এখনো কেউ কেউ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। সম্প্রতি তালেবান নেতারা জানিয়েছেন, তারা যদি পাকিস্তানে আশ্রয় না পেতেন তাহলে এক মাসও টিকে থাকতে পারতেন না।’
তিনি জানান, ৩০টি সন্ত্রাসী গোষ্ঠী আফগানিস্তানে নিজেদের ঘাঁটি গাড়তে চেষ্টা করছে বলে জাতিসংঘ জানিয়েছে।
ঘানি বলেন, ‘আমি দোষারোপের খেলা চাই না। সন্ত্রাসীদের রপ্তানী বন্ধে কী করতে হবে সে বিষয়ে আমি সুস্পষ্ট ব্যাখ্যা চাই।’