প্রতিষ্ঠার ৫৩ বছর পূর্তি উদযাপন বিমানের

বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠার ৫৩ বছর পূর্তি উদযাপন করেছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিমানের প্রধান কার্যালয় ‘বলাকায়’ মুক্তিযুদ্ধের শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সাফিকুর রহমান।

সকালে বলাকায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত বাজানো হয়। সেই সঙ্গে বিমানের সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয় আলোকসজ্জা করা হয়। কেক কেটে দিনটি উদযাপন করেন কর্মীরা।

এছাড়া বিমানের প্রতিটি ফ্লাইটে এদিন প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা প্রচার করা হয়। ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের যাত্রীদের দেওয়া হয় শুভেচ্ছা উপহার।

দেশ স্বাধীন হওয়ার পরের বছর ১৯৭২ সালের ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠা পায়। সে সময় এর নাম ছিল ‘এয়ার বাংলাদেশ।’

ওই বছর ৪ ফেব্রুয়ারি ভারত থেকে সংগৃহীত ডগলাস ডিসি-৩ মডেলের একটি উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ৩০টি গন্তব্যে ২১টি উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান। ২০২৩-২৪ অর্থবছরে নিট মুনাফা করেছে ২৮২ কোটি টাকা।

গত অর্থবছরে ৩৩ লাখ ৬৩ হাজার ৬৮৫ জন যাত্রী পরিবহন করেছে বিমান; যা আগের অর্থবছরের চেয়ে এক লাখ বেশি। এছাড়া এ সময়ে ৪৩ হাজার ৪৪ মেট্রিক টন কার্গো পরিবহন করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।