নিজস্ব প্রতিবেদক : র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও ঈদের নিরাপত্তা পরিকল্পিতভাবে নেওয়া হয়েছে। এ কারণে এবার ট্রেনে কোনো কালোবাজারি হয়নি। মানুষ টিকিট কিনতে পেরেছেন। একই সঙ্গে তারা যেন শান্তিতে বাড়ি গিয়ে ঈদ করতে পারেন সেজন্য যাত্রাপথেও র্যাবের নিরাপত্তা অব্যাহত থাকবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কমলাপুর স্টেশনসহ সারা দেশে র্যাব সদস্যরা কাজ শুরু করেছে।’
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, সবাই যাতে শান্তিতে ও আনন্দে ঈদ করতে পারেন সেজন্য র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তারা যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
বৃহস্পতিবার কমলাপুর স্টেশনে ঈদের নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেনজীর বলেন, ‘কেউ যেন বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার সুযোগ না পায় সেজন্যই মূলত এ নিরাপত্তা। র্যাব সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবিলায়।’


