ক্রীড়া প্রতিবেদক : শোয়েব মালিকের বলে মিড উইকেটে মোহাম্মদ শাহজাদের ক্যাচ মিস করলেন টাইমাল মিলস। শুধু কি ক্যাচ! ম্যাচটিই মিস করল চিটাগং ভাইকিংস।
১৮ রানে জীবন পাওয়া রংপুরের ওপেনারকে এরপর আর থামানো যায়নি। ৫২ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলে রংপুর রাইডার্সকে ৯ উইকেটের জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন আফগান হার্ডহিটার।
ম্যাচ শেষে অধিনায়ক নাঈম ইসলাম প্রশংসায় ভাসিয়েছেন শেহজাদকে। নাঈম বলেন, ‘সুন্দর একটি ইনিংস খেলেছে ও । খুবই ভালো ব্যাট করেছে। ও এভাবেই খেলে। ওর কাছে আমাদের প্রত্যাশাও এরকমই ছিল।’
তাসকিনের বলে বাউন্ডারি হাঁকিয়ে হাফসেঞ্চুরিতে পৌঁছান ব্যক্তিগত ৪০ বলে। হাফসেঞ্চুরির পর পরের ১২ বলে তুলেন ২৮ রান। যার ২৪ রানই এসেছে ২ ছয় ও ৩ বাউন্ডারিতে। ৮০ রানের পুরো ইনিংসটি সাজিয়েছেন ১১ চার ও ৩টি ছক্কায়। দিন শেষে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
স্কোরবোর্ডে টার্গেট খুব বড় ছিল না রংপুরের। নিয়ন্ত্রিত বোলিংয়ে চিটাগংকে ১২৪ রানে আটকে দেয় রংপুরের বোলাররা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসন দেখান মোহাম্মদ শাহজাদ ও সৌম্য সরকার। সৌম্য বরাবরের মত শুরুটা ভালো করে ১ চার ও ২ ছক্কায় ২৩ রান তুলে সাজঘরে ফিরেন। এরপর মিথুনকে নিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন শাহজাদ।
লক্ষ্য তাড়া করার পরিকল্পনা জানাতে গিয়ে নাঈম বলেন, ‘ওদের প্রতি পরামর্শ ছিল যে মাঠে গিয়ে নিজের খেলাটা খেলবে। পরিস্থিতি যা-ই হোক, নিজের খেলাটা যেন খেলে।’ ৩০ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় পাওয়ায় বাড়তি রান রেট রংপুরের নামের পাশে যোগ হয়েছে। নিশ্চিতভাবেই পরবর্তীতে তা কাজে আসবে।