
সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চা প্রদর্শনী।
আগামী ১২-১৪ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এ প্রদর্শনী হবে। বাংলাদেশ চা বোর্ড এ প্রদর্শনীর আয়োজন করেছে।
রোববার সচিবালয়ে নিজ দপ্তরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম এনডিসি, পিএসসি ও বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান এ আরদাশির কবির ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, এ প্রদর্শনীটির মূল উদ্দেশ্য হচ্ছে চা শিল্পকে বিকশিত করা। এখানে চা শিল্পের অবস্থান ও প্রকৃতি, বিভিন্ন ধরনের চা ও এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পণ্যের প্রসার, চা বাগানের নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরা হবে। পাশাপাশি প্রদর্শনীটি চা শিল্পের অংশীদারদের মিলনমেলা এবং চা পর্যটন শিল্পের প্রচারস্থল হিসেবেও কাজ করবে।
প্রদর্শনীতে প্রায় ২০ হাজার দর্শনার্থীর আগমন ঘটবে-এমন আশাবাদ জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, এর মাধ্যমে দর্শনার্থীরা চা শিল্প বিষয়ে বিশদ ধারণা নিতে পারবেন।
মন্ত্রী বলেন, মেলায় প্যাভিলিয়ন ৩০টা এবং স্টল থাকবে ২০টা। সকাল ১০টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীদের কোনো ফি লাগবে না।
বাণিজ্যমন্ত্রী জানান, গত বছর ৬৬ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। এ বছর তা ৮০ হাজার মিলিয়ন কেজি ছাড়িয়ে যাবে। ২০২১ সালের মধ্যে চা উৎপাদন ১৩০ মিলিয়ন কেজি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের চা শিল্পকে পরিচিত করে তুলতে একটি মাধ্যম গড়ে তোলা এবং দেশে বিদেশে চা প্রেমীদের কাছে এ শিল্পকে তুলে ধরাই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য।
প্রদর্শনীর আয়োজনে সহায়তা করছে বাংলাদেশীয় চা সংসদ, সিটি গ্রুপ, ডানকান ব্রাদার্স বাংলাদেশ, ফিনলে চা, এইচআরসি, ইস্পাহানি ও সিলন চা।