বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত দম্পতি শহিদ ও মিরা কাপুর। বিয়ের অনেকদিন পার হলেও এখনো কোনো টিভি অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায়নি তাদের।
শোনা যাচ্ছে, প্রথমবারের মতো পাবলিক প্লাটফর্মে একসঙ্গে হাজির হচ্ছেন শহিদ-মিরা। করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ টক শোতে হাজির হবেন শহিদ-মিরা দম্পতি। আর এর মাধ্যমে টিভিতে অভিষেক হবে মিরার। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, শহিদ পদ্মাবতী সিনেমার প্রথম শিডিউল শেষ করার পর ডিসেম্বরের মাঝামাঝিতে তাদের পর্বটি প্রচারিত হবে।
বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র জানিয়েছে, অক্ষয় ও টুইঙ্কেল খান্নার পর করণ এমন এক দম্পতিকে চাইছিলেন যারা একসঙ্গে এর আগে তার অনুষ্ঠানে আসেননি। শহিদ-মিরা এই অনুষ্ঠানে আসার ইচ্ছা পোষণ করেছেন। স্বাভাবিকভাবেই করণ বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত।
এর আগে শহিদ ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসেছিলেন কারিনা কাপুর, সোনাক্ষী সিনহা এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। মজার বিষয় এদের প্রত্যেকের সঙ্গেই শহিদের প্রেমের গুঞ্জন শোনা গেছে।