প্রথমবার পৃথিবীর বাইরে ড্রোন ওড়াল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ইনজেনুইটি নামে একটি ড্রোন সোমবার (১৯ এপ্রিল) মঙ্গল গ্রহের উপর দিয়ে সফলভাবে ওড়াতে সক্ষম হয়।
ড্রোনটি এক মিনিটের কম সময় উড়লেও, এটিকে স্বয়ংক্রিয়ভাবে চালু করতে পারায় একে বড় অর্জন হিসেবে দেখছেন নাসা কর্মকর্তারা। কারিগরি ত্রুটির কারণে প্রায় এক সপ্তাহের দেরির পর অবশেষে লাল গ্রহ মঙ্গলের আকাশে ওড়ে স্বনিয়ন্ত্রিত এই ড্রোনটি।
গেল ফেব্রুয়ারিতে নাসার মহাকাশযান ‘পারসেভিয়ারেন্স রোভারে’ করে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যায় এটি। দূরের কোন গ্রহ সম্পর্কে জানতে সহায়তা করতে পারে এই ড্রোন। ভবিষ্যতে অন্যান্য রোভারকে সঙ্গ দিতেও ড্রোন পাঠানো হতে পারে। এমনকি মঙ্গলে কোনদিন নভোচারী পাঠানো হলে তাদের চলাচলেও সহায়তা করতে পারবে এধরনের ড্রোন।
উড্ডয়নের কয়েক ঘণ্টার মধ্যেই এটি মঙ্গল থেকে তথ্য সংগ্রহ করে পৃথিবীতে ফিরবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, গেল সপ্তাহে ৪ পাউন্ড ওজনের এই মিনি হেলিকপ্টারটির হাই স্পিড টেস্টের পর এর উড্ডয়ন বাতিল করা হয়।