প্রথমবার সেরা দশে লায়ন

ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে নাথান লায়ন নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। গড়েছেন দারুণ সব রেকর্ড। সেটির প্রতিফলন ঘটল র‍্যাঙ্কিংয়ে। টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা দশে প্রবেশ করেছেন অস্ট্রেলিয়ান অফ স্পিনার।

শুক্রবার আইসিসির প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অষ্টম স্থানে আছেন লায়ন। তার আগের সেরা অবস্থান ছিল ১২তম, গত বছরের মে মাসে। আগে তার সেরা রেটিং পয়েন্ট ছিল গত বছরের ফেব্রুয়ারিতে ৬৯৬, যা বর্তমানে ৭৫২ পয়েন্ট।

লায়ন চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৯৪ রানে নিয়েছিলেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬০ রানে নেন ৬ উইকেট। ম্যাচে ১৫৪ রানে ১৩ উইকেট। যেটি এশিয়ায় কোনো অস্ট্রেলিয়ান বোলারের সেরা বোলিং।

সিরিজে মোট ২২ উইকেট নেন লায়ন। যেটি দুই ম্যাচের টেস্ট সিরিজে মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। আর সর্বোচ্চ ২৩ উইকেটের রেকর্ড রঙ্গনা হেরাথের।

অস্ট্রেলিয়ার আরেক স্পিনার অ্যাশটন অ্যাগারেরও বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। চট্টগ্রাম টেস্টে দুই উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার সাত ধাপ এগিয়ে ৭৭তম স্থানে আছেন।

টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা সাতটি স্থানে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। পরিবর্তন হয়নি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচেও। যেখানে সবার ওপরে আছেন সাকিব আল হাসান।