প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: নিউজিল্যান্ড সিরিজের আগে প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের বিপক্ষে আজ মাঠে নেমেছে মাশরাফির নেতৃত্বাধীন বিসিবি একাদশ।

নর্থ সিডনি ওভালে টস হেরে সিডনি সিক্সার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ঘরের আঙ্গিনায় আগে ব্যাট করতে নেমে সিডনি সিক্সার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান করেছে। জিততে হলে এ রান তাড়া করতে হবে বিসিবি একাদশকে।

প্রস্তুতি ম্যাচে বিরুদ্ধ কন্ডিশনে খেলোয়াড়দের যাচাই করে নিতে চাইবেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দেশসেরা পেসার মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়াই এ ম্যাচে খেলতে নেমেছে বিসিবি একাদশ।ধারনা ছিল এ ম্যাচে দেখা যাবে প্রায় পাঁচ মাস সব ধরনের ক্রিকেটের বাইরে থাকা মুস্তাফিজুর রহমানকে। কিন্ত এই ম্যাচেও তাকে বিশ্রামে রেখেছে বিসিবি নির্বাক কমিটি।

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুশীলন ক্যাম্প শেষে ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডে যাবে টাইগাররা। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে কিউইদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে মাশরাফি-সাকিব-মুস্তাফিজরা।