প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে

নিউজ ডেক্স: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে।

শুরুর আগেই বৃষ্টির বাগড়া: টসের পর তখন দুই দলের জাতীয় সঙ্গীত চলছিল। এমন সময়ে আর প্রেমাদাসা স্টেডিয়ামে হানা দিল বৃষ্টি। জাতীয় সঙ্গীত শেষ করেই ক্রিকেটাররা ছুটে গেলেন ড্রেসিংরুমে। এমন বৃষ্টিতে স্বাভাবিকভাবেই নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ শুরু করা যায়নি।

সাইফউদ্দিনের অভিষেক: টি-টোয়েন্টি দলে ডাক পেয়ে দেশ থেকে শ্রীলঙ্কায় উড়ে গেছেন। আজ প্রথম টি-টোয়েন্টিতে অভিষেকও হয়ে গেল মোহাম্মদ সাইফউদ্দিনের। ২০ বছর বয়সি এই পেস বোলিং অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেক হলো আজ।

মাশরাফির শেষ সিরিজ: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শেষে এই ফরম্যাট থেকে অবসর নেবেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম ম্যাচের টসের সময় মাশরাফি নিজেই দিয়েছেন এই ঘোষণা।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শ্রীলঙ্কার অধিনায়ক উপুল থারাঙ্গা জানান, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুশল পেরেরা, দিলশান মুনাবীরা, চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, মিলিন্ডা সিরিবর্ধনা, থিসারা পেরেরা, সিকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা ও বিকুম সঞ্জয়া।

মিরপুর ফিরবে কলম্বোয়?: শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে পাঁচটি টি-টোয়েন্টি খেলে চারটিতেই হেরেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের একমাত্র জয়টি দুই দলের সর্বশেষ দেখায়। ২০১৬ সালে মিরপুরে এশিয়া কাপের ম্যাচে শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। মিরপুরের সেই জয় কলম্বোতেও টেনে নিতে পারবেন মাশরাফি-সাকিবরা?