প্রথম বার নতুন সিনেমায় জুটি বাঁধছেন তারা

এবার এক বহুভাষিক সিনেমায় জুটি বাঁধতে চলেছেন শাহরুখ-সঞ্জয়। এমনটায় জানিয়েছে ভারতের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

এটাই হবে এ দুই তারকার প্রথম পূর্ণদৈর্ঘ্য উপস্থিতি। আর এর মাধ্যমে এ সিনেমা হতে চলেছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত।

জানা গেছে, সিনেমার নাম ‘রাখি’।

২০১২ সালে মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘রা.ওয়ান’ সিনেমার শুরুর দৃশ্যে দেখা গিয়েছিল সঞ্জয় দত্তকে। এর আগে ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমায় দুজন নেচেছিলেন। এটুকুই। কিন্তু পুরো সিনেমায় দুজনকে কখনও দেখা যায়নি। এবারই তাঁরা প্রথম একসঙ্গে পুরো সিনেমায় কাজ করতে চলেছেন।

পত্রপত্রিকার খবর, ভায়াকম ১৮ প্রযোজিত এ সিনেমায় শুটিং এরই মধ্যে মুম্বাইয়ে শুরু হয়েছে, দুই তারকা অংশও নিয়েছেন।