ক্রীড়া প্রতিবেদক : ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে আফসোস করে মাশরাফি বলেছেন, ‘প্রথম ম্যাচটি জিতে গেলে আজ এখানে এভাবে আসতে হতো না!’
তৃতীয় ম্যাচ হেরে যাওয়ায় মাশরাফির কোনো আফসোস নেই, নেই কোনো আক্ষেপও। টাইগার দলপতির সব ক্ষোভ প্রথম ম্যাচ নিয়ে।
নিজেদের হাতের মুঠোয় থাকা ম্যাচ বাংলাদেশ যেভাবে হেরেছে, তা কোনোভাবেই মানতে পারছেন না মাশরাফি এজন্যই অধিনায়ক বলেছেন, ‘সিরিজে আমরা আনলাকি। ছোট্ট ভুলের খেসারত দিতে হলো।’
বাংলাদেশ ওয়ানডেতে সিরিজ জিততে পারেনি, কিন্তু ইংল্যান্ড শিবিরে ভয় ধরিয়েছিল ঠিকই। মাশরাফির বিশ্বাস, যে ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট দল এগিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ভালো কিছুর সুযোগ থাকবে, ‘আমাদের এখন একটাই কাজ এখান থেকে ধারাবাহিকতা রক্ষা করা। আমি নিশ্চিত যারা টেস্ট ম্যাচে সুযোগ পাবে তারা ভালো খেলবে।’
টেস্টে আসলে সবকিছুই নির্ভর করে প্রথম ইনিংসের ওপর। ব্যাটিং কিংবা বোলিং যাই হোক না কেন..। আমার অবশ্যই শুভেচ্ছা তাদের সঙ্গে থাকবে। আমার বিশ্বাস, আমরা ভালো করব। আমরা যদি প্রথম ইনিংসে যেকোনো কিছুতে ভালো করি, আমাদের জেতার সুযোগও থাকবে।’- যোগ করেন মাশরাফি।
ইংল্যান্ডের বিপক্ষে ৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। প্রতিটিতেই হেরেছে টাইগাররা। প্রতিরোধ গড়তে পারেনি কোনো ম্যাচেই। ৩টিতে হেরেছে ইনিংস ব্যবধানে। এ ছাড়া বড় ব্যবধানে হারের রেকর্ড তো আছেই। এবার ভিন্ন কিছু করতে পারবে মুশফিকুর রহিমের দল?