বিনোদন ডেস্ক : প্রথম সন্তানের অপেক্ষায় বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান এবং কারিনা কাপুর। আগামী ডিসেম্বরে মা হচ্ছেন কারিনা।
এদিকে এরই মধ্যে নাকি সন্তানের নামও ঠিক করে ফেলেছেন তারা। ‘ভোগ বিএফএফ’ শিরোনামের একটি অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন কারিনা।
এ প্রসঙ্গে কারিনা বলেন, “সাইফ বলেছে, ‘আমি তোমাকে গর্ভাবস্থায় দেখতেই বেশি পছন্দ করি। আমি মনে করি তোমাকে সবসময় গর্ভাবস্থায় থাকা উচিৎ।”
তিনি আরো বলেন, ‘সাইফের কাছে সাইফিনা নামটি অনেক মজার লেগেছে। সে বলেছে আমাদের সন্তানের নাম সাইফিনা রাখবে।’
কয়েকদিন আগে কন্যাসন্তানের বাবা হয়েছেন কারিনার সাবেক প্রেমিক শহিদ কাপুর। স্ত্রী মিরা এবং নিজের নামের অদ্যক্ষর নিয়ে মেয়ের নাম মিশা রেখেছেন শহিদ। তাহলে কী সেটি নিয়ে মজা করেই এমনটা বলেছেন কারিনা?