
ক্রীড়া প্রতিবেদক, : কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ খুব যে ভালো অবস্থায় আছে তা বলা যাবে না। বাংলাদেশের ১২৯ রানের লিডের বিপরীতে খেলতে নেমে বিনা উইকেটে ৫৪ রান তুলে নিয়েছে স্বাগতিক দল।
সব মিলিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াই হচ্ছে সমান-সমান। কেউই এই মুহূর্তে এগিয়ে নেই। জানালেন সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান।ম্যাচ শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন,‘দুই দল এখন সমান-সমান অবস্থায় আছে। আগামীকালের প্রথম সেশন দুই দল কিভাবে খেলে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।দুই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ সেশন। যদি তিন-চারটা উইকেট নিতে পারি আমরা চালকের আসনে চলেআসব। যদি ওরা রান করে ফেলে তাহলে ওরা চালকের আসনে চলে যেতে পারে।’
উইকেট সম্পর্কে সাকিবের ব্যাখ্যা,‘উইকেট থেকে সহায়তা পাওয়া যাবে। খুব ভালো অবস্থাতেও নেই আবার খুব খারাপ অবস্থাতেও নেই। আমাদের ধৈর্য্য ধরতে হবে এবং অনেক ভালো বোলিং করতে হবে।’
শ্রীলঙ্কার পি. সারা স্টেডিয়ামে বাংলাদেশ এ ম্যাচ খেলার আগে তিনটি ম্যাচ খেলেছে। তিনটি ম্যাচেই বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। এবার স্বাগতিক দলকে ব্যাটিংয়ে নামাতে পেরে সত্যিই ভালো জবাব দিচ্ছে মুশফিকুর রহিমের দল।