
আন্তর্জাতিক ডেস্কঃ দূষণ বেড়েই চলছে বিশ্ব জুড়ে। এই দূষণের পরিমাপ ও নির্ণয় করতে সুইজারল্যান্ড ভিক্তিক সংস্থা আইকিউএয়ারের এক প্রতিবেদক প্রকাশ করেছে আজ (মঙ্গলবার ১৭ মার্চ)। এই তালিকায় থাকে বিশ্বের দূষিত শহরগুলো। প্রতিবারের মত এবারও সেই তাকিলায় প্রথমস্থান ধরে রেখেছে ভারত। বিশ্বে দূষিত শহরের মধ্যে একটানা তৃতীয়বার প্রথম হচ্ছে ভারতের রাজধানী দিল্লি, তারপরের স্থানটি অবশ্য ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। দূষিত শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা অবস্থান ২য়।
বিগত কয়েক বছরে নয়া দিল্লির আকাশে দেখা যায়নি দিনের আলো। শীতকালে গাড়ীর হেড লাইট জ্বালিয়ে গাড়ী চালাতে বাধ্য হয়েছেন শহরবাসি। বাতাসে বেড়ে গেছে দূষণের মাত্র।
মঙ্গলবার ‘২০২০ ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি’ শীর্ষক একটি প্রতিবেদেন প্রকাশ করেছে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পরিমাপকারী সংস্থা আইকিউএয়ার। সংস্থাটির তালিকা অনুযায়ী ২০১৮ ও ২০১৯ সালের পর আবারও ২০২০ সালে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হিসেবে নাম এসেছে ভারতের নয়া দিল্লির। ২০২০ সালে দিল্লির গড় বার্ষিক পিএম ২.৫ এর ঘনত্ব ছিলো ৮৪.১ ঘন মিটার।
১০৬টি রাজধানীর ওপর চালানো জরিপে নয়া দিল্লির পরই আছে ঢাকার অবস্থান। যার বাতাসে পিএম ২.৫ এর ঘনত্ব ছিলো ৭৭ ঘন মিটার। এরপরই আছে ইসলামাবাদ, জার্কাতা ও বেইজিং।
প্রতিবেদনের তথ্যমতে, মহামারী করোনার কারণে লকডাউন থাকায় বিশ্বজুড়ে পিএম ২.৫ দূষণ কমেছে। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ মাত্রা আগের তুলনায় আরও বেড়েছে।
এক বিবৃতিতে বিশ্ব সাস্থ্য সংস্থা জানায়, প্রতি ঘনমিটার বাতাসে ১০ মাইক্রোগ্রাম পিএম ২.৫ থাকলে তাকে সহনীয় পর্যায় বলা যায়। কিন্তু এশিয়ার দেশগুলোতে এর মাত্রা অনেক বেশি। বায়ুদূষণের কারণে এই দেশগুলোতে নানা রোগে মৃত্যুহার বেশি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।