নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে দেওয়া প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে ব্যবহার করা হয়েছে অটিস্টিক শিশুশিল্পী সাকিব রহমানের আঁকা ছবি।
বুধবার এমন একটি কার্ডের ওপরে দেখা যায়, সাকিব রহমান একটি মসজিদের ছবি এঁকেছে। তাতে কয়েক রঙে ইংরেজি অক্ষরে লেখা হয়েছে ঈদ মোবারক।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা কার্ড দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিশেষায়িত প্রতিষ্ঠানের প্রধানদের দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে।
এর আগে ২০১৪ সালের ২ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা জানান, ঈদ, পয়লা বৈশাখসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ছাপানো ২০ থেকে ২৫ হাজার শুভেচ্ছা কার্ডে অটিস্টিক শিশু শিল্পীদের ছবি থাকে। সেদিন তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, এখন থেকে তিনজন করে অটিস্টিক শিশুর ছবি দিয়ে শুভেচ্ছা কার্ড তৈরি করা হবে।