প্রধানমন্ত্রীর কার্যালয়ের আহ্বান শিক্ষার্থীদের প্রতি

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিকৃত, মিথ্যা ও বানোয়াট অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীসহ দেশবাসীকে আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীসহ দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেশ কিছু নিউজপোর্টাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিকৃত, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করছে। এসব অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।