প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোষ্ট, রাজশাহীতে একজন আটক

জেলা প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে শেয়ার করার অপরাধে রাকিবুল ইসলাম (৩৫) নামে এক যুবককে রাজশাহীতে আটক করেছে পুলিশ। আটকৃত যুবক ওয়ার্ডের বুথপাড়ার বাসিন্দা। তার বাবার নাম মৃত আবুল কাশেম।

গেল শনিবার ( ৩ এপ্রিল ) রাত সাড়ে ৮টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেশন বাজার থেকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, শনিবার সন্ধ্যার দিকে বুথপাড়া নিবাসী রাকিবুল ইসলাম তার নিজের ফেসবুকে প্রধানমন্ত্রীর একটি বিকৃত ছবি শেয়ার করেন। সেই ছবিটি তার এলাকার ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টিগোচর হয়। এরপর ২৬নং ওয়ার্ড পূর্ব ছাত্রলীগ নেতারা রাকিবুলকে রাবির স্টেশন বাজার থেকে হাতেনাতে ধরে আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, থানায় নিয়ে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে তথ্য-প্রযু্ক্তি আইনে একটি মামলা করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।