নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর জন্মদিন দেশের সংস্কৃতিকর্মীরা উদযাপন করবেন।
সংস্কৃতিকর্মীরা মনে করছেন শেখ হাসিনা দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সুহৃদ। তিনি দেশজ দায়বদ্ধতায় উজ্জীবিত এবং প্রতিনিয়ত দেশ ও মানুষের জন্য করে যাচ্ছেন। সেই কৃতজ্ঞতার জায়গা থেকেই তারা শেখ হাসিনার জন্মদিন করবেন।
সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শেখ হাসিনার ৭০ তম জন্মজয়ন্তী উদযাপন কমিটির সদস্যরা।
তারা জানান, রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হবে। কমিটির আহবায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা।
অভিনয়ের মাধ্যমে শুভেচ্ছা জানাবেন অভিনেত্রী ফেরদৌসি মজুমদার ও শিমুল ইউসুফ। সঙ্গীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, ফরিদা পারভীন, রথীন্দ্রনাথ রায়, খায়রুল আনাম শাকিল ও সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখার শিল্পীরা। স্বরচিত কবিতা পাঠ করবেন কবি নির্মলেন্দু গুণ, কবি মুহাম্মদ সামাদ ও কবি তারিক সুজাত। শেখ হাসিনার লেখা থেকে পাঠ করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বচিক শিল্পী আশরাফুল আলম, হাসান আরিফ, লায়লা আফরোজ ও আহকামউল্লাহ।
সংবাদ সম্মেলনে রামেন্দু মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন সংস্কৃতিমনা মানুষকে অভিবাদন জানানোর জন্যই এ আয়োজন। পিতার দৃষ্টান্ত অনুসরণ করে তিনি যেভাবে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এটা বিরল। তার এই যাত্রাপথে আমাদের এই সামান্য নিবেদন মাত্র।’
নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘জাতির জনককে হত্যার পর এক প্রতিকূল পরিবেশে উদ্বাস্তু জীবন থেকে ফিরে এসে তিনি আমাদের সাহস যুগিয়েছেন, দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। তার দক্ষ পরিচালনার জন্যই দেশের সংস্কৃতিকর্মী তথা সর্বশ্রেণির মানুষের মধ্যে কর্মস্পৃহা, উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তার সংগ্রামী জীবন ও দেশ পরিচালনা আমাদের আশ্বস্ত করেছে সুতরাং কৃতজ্ঞতা স্বরূপ আমাদের এই আয়োজন।’
ফকির আলমগীর বলেন, ‘তিনি আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। তিনি বেঁচে থাকলে আমাদের এগিয়ে চলার পথ প্রশস্ত হবে।’
আতাউর রহমান বলেন, ‘এমন একজন কৃতি প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কারণ, রাষ্ট্রের সর্বক্ষেত্রে যে ভাবে তিনি উন্নয়ন করেছেন সেটা বিরল দৃষ্টান্ত।’
কবি মুহাম্মদ সামাদ বলেন, ‘স্বাধীনতার পর আমাদের কবিতা চর্চার যাত্রাপথের শুরুতে তিনি আমাদের সঙ্গে ছিলেন। এমনকি প্রথম অনুষ্ঠানেও ছিলেন। এরপর থেকে আমাদের প্রতিটি আয়োজনে, সংগ্রামে তিনি অগ্রপথিকের ভূমিকা পালন করেছেন। তার জন্মদিন উপলক্ষ্যে অগ্রিম শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই।’
গোলাম কুদ্দুছ বলেন, ‘পিতা-মাতা ও স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে সকল বাধা ও ষড়যন্ত্রকে দৃঢ়চিত্তে ঠেলে ফেলে একাত্তরের ঘাতক ও যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করে তিনি বাঙালি জাতি ও বাংলাদেশকে কলঙ্কমুক্ত করেছেন। সাহসী ও দায়বদ্ধ এই নেতৃত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ আমাদের এই আয়োজন।’
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, গণসংগীত শিল্পী ফকির আলমগীর, নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান, সহ-সভাপতি ঝুনা চৌধুরী, জোটের সাধারণ সম্পাদক বাচিক শিল্পী হাসান আরিফ, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ আহকামউল্লাহ্, সহ-সভাপতি বাচিক শিল্পী রফিকুল ইসলাম।