প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার কম্বল দিয়েছে ইসলামী ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক : শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার কম্বল দিয়েছে ইসলামী ব্যাংক।

বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার কাছে এ কম্বল হস্তান্তর করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রকৌশলী মুস্তাফা আনোয়ার ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ।

এর আগে ইসলামী ব্যাংক ওই তহবিলে ২ লাখ কম্বল দিয়েছিল।