
পাবনা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাদকের বিরুদ্ধ যুদ্ধ ঘোষণা করেছে সরকার। ইতিমধ্যে সারা দেশে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। রোববার দুপুরে নবনির্মিত পাবনার সাঁথিয়া উপজেলায় কাশিনাথপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশে জঙ্গি, সন্ত্রাস ইতিমধ্যে দমন করা হয়েছে। অতীত সরকারের আমলের চেয়ে বর্তমান সরকারের সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এ সময় পাবনা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সংসদ সদস্য আজিজুল হক আরজু, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ স্টেশনটি নির্মাণে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে কর্তৃপক্ষ জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বেড়া পৌরসভায় আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন এবং বিকেলে সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।