প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যখাত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে; মোঃআসাদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যখাত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাজধানীর জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সচিব আসাদুল বলেন, স্বাস্থ্যখাত ও অর্থনীতিসহ সব খাতই এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্যখাতকে আরও এগিয়ে নিতে চিকিৎসকদের কাজ করতে হবে। শ্রবণ প্রতিবন্ধীদের চিকিৎসা দেওয়া অনেক ধৈর্যের কাজ। চিকিৎসকরা সেই ধৈর্য ধারণ করে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এটা আমাদের প্রেরণা যোগায়। তিনি বলেন, জন্মগত সমস্যা ছাড়াও মানুষ শ্রবণ শক্তি হারায়, এজন্য মানুষকে সচেতন হতে হবে। অনেক সময় দেখা যায়, কানে ময়লা জমে মানুষ শ্রবণ শক্তি হারায়। সুতরাং সচেতনতা ছাড়া বিকল্প নেই।

জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবু হানিফের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক মো. আবু ইউসুফ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মানস রঞ্জন চক্রবর্তী। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।