প্রধানমন্ত্রীর পরামর্শে ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বুধবার বিকেলে রাজধানীর রাজউক ভবনের বোর্ডরুমে রাজউক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ১৬ বছর আগেই প্রধানমন্ত্রী আমাকে এ ধরনের প্রকল্পের কথা বলেছিলেন। তার পরামর্শেই এ ফ্ল্যাট প্রকল্পের কথা চিন্তা করি এবং ধীরে ধীরে তা বাস্তবায়ন করছি।

মন্ত্রী বলেন, উত্তরা, ঝিলমিল ও পূর্বাচল- সব স্থানেই ফ্ল্যাট নির্মাণের জন্য জমি রাখা হয়েছে। উত্তরায় তিনটি ব্লকে ১৭৯টি ১৬ তলা ভবনে ১৫ হাজারের বেশি ফ্ল্যাট নির্মাণ করা হবে। ঝিলমিলে ১২ হাজার এবং পূর্বাচলে ৭০ থেকে ৭৫ হাজার ফ্ল্যাট নির্মাণের জন্য জমি রাখা হয়েছে।

তিনি বলেন, এ বছরের ডিসেম্বরে ৮৪০টি ফ্ল্যাট হস্তান্তরের পরিকল্পনা আছে। এ ছাড়া আগামী বছরের জুনে ৮৪০টি, পরের বছরের ডিসেম্বরে ৩ হাজার ২৭৬টি এবং ২০১৮ সালের জুনে অবশিষ্ট ১৬৮০টি ফ্ল্যাট হস্তান্তরের পরিকল্পনা নিয়ে রাজউক কাজ করে যাচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী আবরার এ আনোয়ার উপস্থিত ছিলেন।