
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে নিয়োগ পেয়েছেন মো. আবু জাফর রাজু। বৃহস্পতিবার (১১ এপ্রিল) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলালপুর গ্রামের মরহুম আব্দুল জব্বারের ছেলে রাজুকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তিতে এ নিয়োগ দেয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ নিয়োগ কার্যকর থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়।