সচিবালয় প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে নিজ দপ্তরে যাওয়ার আগে নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, ‘আমি একজন সাধারণ কর্মী। আমার জন্য এটা (প্রেসিডিয়াম সদস্য) বিরাট প্রাপ্তি। মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখে প্রেসিডিয়ামের সদস্য করেছেন, এজন্য তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালনের চেষ্টা করব।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের ঐতিহ্যবাহী দল। দল যে আরো শক্তিশালী হয়েছে এবং মান উন্নয়ন হয়েছে, সুশৃঙ্খল এই সম্মেলনের মধ্য দিয়ে তা আবারো প্রমাণিত হলো। আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছে। শেখ হাসিনার নেতৃত্বে এই আওয়ামী লীগই এখন ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে এগিয়ে যাচ্ছে।’
২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়া আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ, এ মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ লক্ষ্য (মধ্যম আয়ের দেশ) অর্জনে ইতিমধ্যে অনেক দূরই এগিয়েছি। এর ধারাবাহিকতা রক্ষা করা এখন গুরুত্বপূর্ণ। আশা করি, শেখ হাসিনার নেতৃত্বে সে লক্ষ্য অর্জনে আমরা সক্ষম হব।’
একই সময়ে সচিবালয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করা নতুন সাধারণ সম্পাদকের জন্য বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, আওয়ামী লীগের নতুন নেতৃত্ব সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। আশা করি, দলীয় সভানেত্রী ও নতুন সাধারণ সম্পাদক এ চ্যালেঞ্জ মোকাবিলায় পুরোপুরি সক্ষম হবেন।