আন্তর্জাতিক ডেস্ক : নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি তার স্ত্রীর অনুরোধে আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
উপপ্রধানমন্ত্রী বিল ইংলিশ জন কির স্থলাভিষিক্ত হবেন।
আট বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা জন কি পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়ে বলেছেন, ‘এমন কঠিন সিদ্ধান্ত আমি কখনো নিইনি।’ আবেগঘন জন কি আরো বলেন, ‘এরপর আমি কী করব, তা জানি না।’
নিউ জিল্যান্ড হেরাল্ড-এর খবরে বলা হয়েছে, স্ত্রী বোরগার অনুরোধে পদত্যাগ করছেন জন কি। ২০১৪ সালে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। অত্যন্ত জনপ্রিয় নেতা হওয়া সত্ত্বেও তার এ পদত্যাগে দলীয় নেতা-কর্মীরা হতাশ হয়েছেন। তা ছাড়া, ২০১৭ সালের সাধারণ নির্বাচনেও তিনি লড়বেন না।