প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে এ‌প্রিলে রেলসংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা পদ্মা সেতুতে আগামী এ‌প্রিলে রেলসংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জা‌নিয়েছেন রেলমন্ত্রী মু‌জিবুল হক।‌

সোমবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ‘সাদা কোচ’ সংযোজন করে ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন শেষে মন্ত্রী সাংবা‌দিকদের এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, আগামী মাসে চীনের সঙ্গে লোন এ‌গ্রিমেন্ট হবে। তারপরের মাসে প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে রেলসংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এ ছাড়া এ‌প্রিলের শুরুর দিকে দ্বিতীয় ভৈরব রেলসেতু্রও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ সময় রেল কর্তৃপক্ষ জানায়, ৬ ফেব্রুয়ারি নতুন কোচের এই দুটি ট্রেন উদ্বোধন হওয়ার কথা ছিল। না হওয়ায় আজ নতুন কোচের দুটি ট্রেন উদ্বোধন করা হলো।

আর কোনো ট্রেন সাদা কোচ পাচ্ছে কি না- এমন প্রশ্নের উত্তরে জানানো হয়, তূর্ণা, প্রভাতী ও গোধূলীর অবমুক্ত কোচ থেকে ঢাকা-সিলেট রেলপথের আরো একটা ট্রেনকে সাদা কোচ দেওয়া হতে পারে। এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।