প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তাকে ‘রহস্যজনক ও কৌতূহলোদ্দীপক’ বলেছে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : এক এগারোর কুশীলবদের তথ্য জানা গেছে এবং তাদের হিসাব নেওয়া হবে-প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তাকে ‘রহস্যজনক ও কৌতূহলোদ্দীপক’ বলেছে বিএনপি। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন দলটির সিনিয়র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘কি এমন হলো এত বছর পর তিনি উল্টো কথা বলতে শুরু করলেন। এখনওতো আপনি ক্ষমতায়, তাহলে পরে কেন, এখন বিচারের মুখোমুখি করছেন না কেন-এ প্রশ্ন সাধারণ মানুষের।’

সরকার খালেদা জিয়ার জামিনে সরাসরি বিরোধিতা করছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, এখন মাইনাস টু নয়, মাইনাস ওয়ান ফর্মূলা বাস্তবায়ন করতে মরিয়া বর্তমান সরকার।