
‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন অনন্যা রুমা। ছবিটির প্রযোজক ও পরিচালক অনন্যা রুমা। খুব শিগগিরই শুরু হবে চলচ্চিত্রের কাজ। শুধু বাংলা না ৫ টি ভাষায় নির্মিত হবে চলচ্চিত্রটি।
এ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করবেন ঢালিউড কুইনখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ সম্পর্কে অনন্যা রুমা জানান, অপু বিশ্বাস ছাড়াও এতে অনেক গুণী শিল্পীরা অভিনয় করবেন।
অপু বলেন, এটি তার স্বপ্নের চরিত্র। অভিনয় ক্যারিয়ারে অন্যরকম এক পাওয়া ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ চলচ্চিত্রটি।