সংসদ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইনসট্যান্ট এনসাইক্লোপিডিয়া বলে আখ্যায়িত করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম।
বুধবার বিকেলে জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ আখ্যা দেন।
ফখরুল ইমাম সম্পূরক প্রশ্নের শুরুতে ময়মনসিংহের সন্তান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মুত্যুতে সমবেদনা জানান।
এরপর ফখরুল ইমাম স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। আমাদের কষ্ট আছে- বাল্যবিবাহ আইন নিয়ে, বিমান নিয়ে, রোহিঙ্গা নিয়ে। এই না বলা কথা নিয়ে প্রধানমন্ত্রী কী ভাবছেন?
ফখরুল ইমামের দৃষ্টি আকর্ষণ করে অধিবেশনের সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় সংসদ সদস্য সম্পূরক প্রশ্ন করুন।
জবাবে ফখরুল ইমাম পুনরায় আসন থেকে দাঁড়িয়ে বলেন, আমি এমন একজনকে প্রশ্ন করেছি, যিনি ইনসট্যান্ট এনসাইক্লোপিডিয়া বলে আমি মনে করি।