নিজস্ব প্রতিবেদক, সিলেট : প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী মনোনীত হয়েছেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স অনুষদের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মতিউর রহমান, একই অনুষদের শিক্ষার্থী এএইচএম. মুছলেহ উদ্দিন, কৃষি অনুষদের প্রাক্তন ছাত্র ও বর্তমানে কৃষি সম্প্রসারণ ও শিক্ষা বিভাগের প্রভাষক মোহাম্মদ রুকুনুজ্জামান, একই অনুষদের শিক্ষার্থী কামরুন্নাহার মৌসুমী, মৎস্যবিজ্ঞান অনুষদের প্রাক্তন ছাত্র আরিফুর রহমান, একই অনুষদের শিক্ষার্থী আরমিনা সুলতানা এবং কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের প্রভাষক রশীদ আহমদ।
প্রসঙ্গত, ২০০৬ সাল থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে প্রতিটি অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা এই পদকের জন্য মনোনীত হন।