
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা-মহিউদ্দিন) আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রেখে সামরিক, বেসামরিক, বাণিজ্যিক ও কূটনৈতিক যেকোনো চুক্তিই হবে। যে চুক্তি জনগণের জন্য প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই করবেন।
তিনি বলেন, শেখ হাসিনার স্বাধীনচেতা নেতৃত্বের কারণে ৪১ বছর পর ছিটমহল বিনিময় হয়েছে। এতে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি। দেশের মানচিত্রে ১০ হাজার একর যুক্ত হয়েছে।
হাছান মাহমুদ বলেন, গণমানুষের নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর একের পর এক সমস্যার সমাধান করেছেন। অনেক দিনের পার্বত্য সমস্যা সমাধান হয়েছে। গঙ্গার পানির হিস্যা আদায়, ছিটমহল সমস্যার সমাধান, সমুদ্রসীমা জয় সম্ভব হয়েছে। কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়ার কোনো অর্জন নেই। তিনি যখন ক্ষমতায় ছিলেন, তখন ভারতে গিয়ে গঙ্গার পানি চাইতে ভুলে গিয়েছিলেন। বিএনপি নেতাদের আহ্বান জানাব, সফলভাবে দেশ পরিচালনা ও ছিটমহল সমস্যা সমাধান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করে অভিনন্দন জানান।
এ সময় জাগপার সভাপতি এ কে এম মহিউদ্দিন আহমেদসহ (বাবুল) দলের নেতারা বক্তব্য রাখেন।