প্রনোদনা বিতরন

নালিতাবাড়ী প্রতিনিধিঃ  শেরপুরের নালিতাবাড়ীতে রবি-২০১৬-১৭ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আজ ৬ নভেম্বর রবিবার গম চাষের জন্য বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৬৮০জন কৃষকদের মাঝে প্রণোদনা প্যাকেজের আওতায় কৃষকরে মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। নালিতাবাড়ী উপজেলায় ২০১৬-১৭ অর্থবছরে বরাদ্দকৃত মোট ১৩৬০জন কৃষকের মধ্যে এ পর্যন্ত ১২৬০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা প্যাকেজ বিতরণ করা হয়েছে। উপজেলার সকল ইউনিয়নের ৬৮০ জন কৃষকের মাঝে প্রতি জন ২০ কেজি গম বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি বিতরন করা হয়।
কর্মসূচির আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে প্রথম পর্যায়ে ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মাশকলাই এর বীজ ও সার বিতরণ করা হয়। দ্বিতীয় পর্যায়ে ৪৮০জন কৃষকের মাঝে সরিষা ও ৫০জন কৃষকের মাঝে ভূট্টা বীজ ও সার বিতরণ করা হয়। আগামী ফেব্র“য়ারি মাসে ১০০জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন মুগ বীজ ও সার বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হোসেন, সম্পাদক ফজলুল হক, নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দীকসহ কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।