রেজাউর রহমান; ঢাকা: স্বনামখ্যাত চিকিৎসক, জাতীয় অধ্যাপক ও সমাজ সেবক প্রফেসর এমআর খানের মৃত্যুতে শোক শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
এক শোকবাণীতে তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি বলেন, চিকিৎসা সেবাকে মানুষের দোড়গোড়ায় নিযে যেতে এবং মানুষের কল্যাণে আমৃত্যু নিরন্তর কাজ করেছেন। মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং তাঁকে অমর করে রাখেবে। মৃত্যুঞ্জয়ী এ গুণী চিকিৎসক আমাদের নিরন্তর প্রেরণার উৎস হয়ে থাকবেন।