প্রবাসী স্বামীর ঘর ছেড়ে পালালেন স্ত্রী, সঙ্গী পার্শ্ববর্তী এলাকার আসলাম বিশ্বাস

আসাদুজ্জামান বিকাশ, বিশেষ প্রতিবেদক (ক্রাইম) : পাবনা জেলার আমিনপুর থানার কুমরিয়া গ্রামের বাসিন্দা বাচ্চু খানের মেয়ে রাশিদা খাতুন (৩০) তার প্রবাসে অবস্থানরত স্বামী নয়ন আলীকে রেখে গত ২৮ জুন ২০২৫ (বুধবার) রাত আনুমানিক ২টার সময় পালিয়ে যান। পার্শ্ববর্তী রানীনগর এলাকার চাঁদু বিশ্বাসের ছেলে আসলাম বিশ্বাসের সঙ্গে তিনি পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রাশিদার বাবা বাচ্চু খান জানান, পালানোর সময় তার মেয়ে বাড়ি থেকে প্রায় ১০ ভরি সোনার গহনা ও নগদ ৭ লক্ষ টাকা নিয়ে গেছে। বহু খোঁজাখুঁজির পরও রাশিদার কোনো সন্ধান না পেয়ে তিনি ৫ জুলাই ২০২৫ তারিখে আমিনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হলেও তা আত্মীয়-স্বজনের পরামর্শেই হয়েছে বলে জানান তিনি।

প্রবাসী জামাতা নয়ন আলী ফোনে স্ত্রীর ও সন্তানের খোঁজ জানতে চাইলে বাচ্চু খান তাকে জানান, সন্তান ভালো আছে, তবে তার স্ত্রী (রাশিদা খাতুন) আসলাম বিশ্বাসের সঙ্গে পালিয়ে গেছেন।

ক্রাইম পেট্রোল বিডির প্রতিবেদক আসলাম বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি রাশিদা খাতুনকে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। জানা যায়, আসলামের আগেও একটি বিয়ে হয়েছে এবং সেই ঘরে স্ত্রী ও সন্তান রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আসলামের একজন ঘনিষ্ঠ ব্যক্তি জানান, রাশিদা খাতুনের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল আসলামের। সুযোগ পেয়েই তিনি তাকে নিয়ে পালিয়ে যান এবং বর্তমানে ঢাকায় বসবাস করছেন।

এদিকে, রাশিদার বাবা থানায় অভিযোগ দায়ের করার পর থেকে আসলামের পরিবার ও আত্মীয়-স্বজনের পক্ষ থেকে বাচ্চু খান ও তার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বাচ্চু খান উপযুক্ত বিচার ও নিরাপত্তা দাবি করেছেন।

বিস্তারিত আসছে পরবর্তী সংখ্যায়………